বার্তা২৪ হিফজুল কোরআন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে যারা

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বার্তা২৪ হিফজুল কোরআন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে যারা, ছবি: বার্তা২৪.কম

বার্তা২৪ হিফজুল কোরআন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে যারা, ছবি: বার্তা২৪.কম

দেশের শীর্ষতম মাল্টিমিডিয়া গণমাধ্যম বার্তা২৪.কম আয়োজিত অনলাইনভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে।

উত্তীর্ণরা হলেন-
সালেহ আবদুর রহমান সিদ্দিকী (১০) উত্তরা-ঢাকা, মো. আরাফাত ইসলাম (১৫) যাত্রাবাড়ি-ঢাকা, মোহাম্মদ সাকিবুল আজিম (১৮) রাঙ্গুনিয়া-চট্টগ্রাম, হাফেজ জুবায়ের আহমদ (১৪) চুনারুঘাট- হবিগঞ্জ, নাজিম উদ্দীন (১৫), ছাতক-সুনামগঞ্জ, আবরারুল হক তামীম (১৪) ত্রিশাল-ময়মনসিংহ, আবু হুরায়রা রাফি (০৮) মাওনা-গাজীপুর, সুবাইতা (০৮) ডেমরা-ঢাকা। হাছিন ইসতিয়াক জুনায়েদ (১২) মাইজদী-নোয়াখালী, মো. ইবরাহিম খলিল (১৮) ফেনী-সদর, নোমান হোসেন (১৫) চান্দিনা-কুমিল্লা, আবদুল্লাহ আল মারজুক (১৫) ডেমরা-ঢাকা, মোহাম্মদ আশরাফুল ইসলাম (১৭) কালীগঞ্জ-সাতক্ষীরা, মো. সিয়ামুর রহমান (১৩) মিরপুর-ঢাকা, সোহানুর রহমান (১৪) গ্রীন রোড-ঢাকা।

বিজ্ঞাপন

মো. রোহানুল ইসলাম (১৪) সদর-ঝালকাঠি, মোঃ নেয়ামতুল্লাহ (১৬) চণ্ডিপুর-বরিশাল, মো. ইমরান হোসাইন (১৭) রামদী-কিশোরগঞ্জ, হাফেজ সাদ নুরী (১৩) চকরিয়া-কক্সবাজার। মো. মাহমুদুল হক মীর (১২) বি.বাড়িয়া-সদর, হাফসা মুশতারী (১৬) বাকলিয়া-চট্টগ্রাম, রাকিবুল ইসলাম (০৯) গাজীপুর, মোহাম্মদ আবু রায়হান (১৩) কেরাণীগঞ্জ-ঢাকা, আবদুল করিম ইবনে ইফতেখার (১৫) উত্তরা-ঢাকা, জুনায়েদ ফেরদৌস সানভীর (১৩) ছাগলনাইয়া-ফেনী, মো. মাহবুবুর রহমান (১২) সদর-ঝালকাঠি, আসহাব উদ্দীন (১২) বাকলিয়া-চট্টগ্রাম, আবু সালেহ রাহী (১৪) তেমুখী-সিলেট, ইসরাত জাহান (১৫) লক্ষীপুর, মো. আবু সায়েদ (১২) মহিপাল-ফেনী, হাসান জামিল (১৭) খুলনা, মুতাসিম বিল্লাহ (১৩) উত্তরা-ঢাকা, মুহাম্মাদ নুরুর রহমান (১১) ঢাকা, মুহাম্মদ আবদুল হাসিব (১৬) রামগঞ্জ- লক্ষীপুর, আবীর মাহমুদ (১৫) সাতকানিয়া-চট্টগ্রাম, ইউনুস আহমদ (১৫) সদর-ঝালকাঠি, সাইদুল আবরার (১১) ফেনী।

বিজ্ঞাপন

আবরার আহমেদ রাফসান (৯) মেলান্দহ-জামালপুর, আবু তালেব (১৪) হাটহাজারী-চট্টগ্রাম, আহমাদ নাসরুল্লাহ (৮) ইসলামপুর-পাবনা, নাফিজ আহমেদ (১৩) হিজলা-বরিশাল, নুসরাত জাহান (১৫) সদর-লক্ষীপুর, নিজাম উদ্দিন (১৫) নলছিটি-ঝালকাঠি, ফাইরুজ (১৫) আনোয়ারা-চট্টগ্রাম, ইসমাঈল (১৬) রামু-কক্সবাজার, মোহাম্মদ আবু বকর সিদ্দিক (১৫) কালীগঞ্জ-সাতক্ষীরা, মুহাম্মদ শাফায়েতুল্লাহ (১৩) নান্দাইল-ময়মনসিংহ, তানভীর আল রাহাত (১৪) আনোয়ারা-চট্টগ্রাম, নোমান আহমদ (১৪) বানারীপাড়া-বরিশাল, আবদুল্লাহ ইবনে রেজা (১১) ভাঙ্গা-ফরিদপুর, ইবরাহীম খলীল (১২) ফটিকছড়ি-চট্টগ্রাম, ফাহিম আহমদ (১৪) ঢাকা, মুহাম্মদ নিয়াজুল ইসলাম (১৩) বাঁশখালী-চট্টগ্রাম ও মো. আশরাফুল ইসলাম (১৪) নলছিটি-ঝালকাঠি।

দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণদের থেকে চূড়ান্ত রাউন্ডের জন্য দশজনকে নির্বাচন করা হবে। নির্বাচিত দশজনকে নিয়ে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিচার কার্যক্রম শেষে চূড়ান্ত রাউন্ডে উত্তীর্ণদের নাম বার্তা২৪.কম-এ প্রকাশ করা হবে।

দ্বিতীয় রাউন্ডের উত্তীর্ণ প্রতিযোগীদের কোরআন তেলাওয়াতের ভিডিও বার্তা২৪.কম এর ফেসবুক, ইউটিউব ও সাইটে আপ করা হয়েছে।

কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন- কাতার রেডিওর নিয়মিত কারি ও কাতার ধর্ম মন্ত্রণালয়ের নিযুক্ত খতিব শায়খ মোহাম্মাদুল্লাহ বিন হাফিজ, বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর আজান ও কেরাত দলের প্রশিক্ষক হাফেজ মাওলানা হামিদুল্লাহ, বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কারি মাহমুদুল হাসান, বিটিভির নিয়মিত তেলাওয়াতকারী হাফেজ সাইফুর রহমান।

চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মুফতি মিজানুর রহমান কাসেমি।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ ২৫ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা। সেই সঙ্গে দেওয়া হবে ক্রেস্ট ও সনদপত্র। প্রতিযোগিতার সেরা সাত জনের প্রত্যেকে পাবেন দুই হাজার টাকা সমমানের আকর্ষণীয় পুরস্কার।

হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন সহযোগী হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি ও সিটি ব্যাংক লিমিটেড।

উল্লেখ্য, বার্তা২৪.কম-এর আয়োজনে অনলাইনভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় নির্দিষ্ট শর্ত পূরণ করে নিবন্ধন করেছেন ৩১৮ জন প্রতিযোগী। এর বাইরে শতাধিক প্রতিযোগী নিবন্ধন ছাড়া হোয়াটস অ্যাপ ও টেলিগ্রামে ভিডিও পাঠান। পরে তাদেরকেও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

আরও পড়ুন:

বার্তা২৪ হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন যারা

বার্তা২৪ হিফজুল কোরআন প্রতিযোগিতায় ভিডিও পাঠানোর সময় বাড়ল

বার্তা২৪’র আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা

বার্তা২৪ হিফজুল কোরআন প্রতিযোগিতায় নিবন্ধনের সময় বাড়ল