চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি। মঙ্গলবার (০৩ মে) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রোববার (১ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান।

দেশের ৬৪ জেলা থেকেই সংবাদ এসেছে। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

বিজ্ঞাপন

রমজান হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এ মাস শেষে দশম মাস শাওয়াল। এই মাসের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয়।