হজযাত্রীদের বায়োমেট্রিক শুরু ১৬ এপ্রিল



ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছর হজে অংশগ্রহণের জন্য নিবন্ধিত হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত গ্রহণ করা হবে।

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সকল জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা এবং হজ অফিস, আশকোনা, ঢাকায় বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীগণ যেখানে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করবেন সেখানে তাঁদের পাসপোর্ট জমা দিবেন এবং রশিদ গ্রহণ করবেন।

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা স্ব স্ব এজেন্সির মাধ্যমে এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। বায়োমেট্রিক ভিসা আবেদনের পরে পাসপোর্টসমূহ স্ব স্ব এজেন্সির নিকট জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধনের শেষ সময় থাকলেও তা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়। তবে কোটার বিপরীতে খুবই কম সংখ্যাক হজযাত্রী নিবন্ধিত হন। পরে নিবন্ধনের সময় ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

   

নবী কন্যা উম্মে কুলসুমের বাড়ি নিয়ে মিথ্যা প্রচার



ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
মসজিদে নববি

মসজিদে নববি

  • Font increase
  • Font Decrease

সম্প্রতি সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে প্রচারিত এক ভিডিওতে দেখানো মদিনার এক বাড়িকে নবী কারিম (সা.)-এর তৃতীয় কন্যা উম্মে কুলসুমের আবাসস্থল হিসেবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে সতর্ক করেছে সৌদি সরকার।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে মদিনার পাথরের পুরোনো ওই বাড়ির বিষয়ে দাবি খারিজ করে দিয়েছে সৌদি আরব সরকারের গবেষণাকেন্দ্র আল মদিনা আল মুনাওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার। তারা জানিয়েছে, সেই ভিডিওতে উল্লিখিত তথ্যটি ভুল।

প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তিকে মদিনার কাবা গ্রামে পুরোনো পাথরের বাড়ি ভ্রমণ করতে দেখা যায় ভিডিওটিতে। চিত্রগ্রহণকারী দাবি করেন, জায়গাটি একসময় নবী কারিম (সা.)-এর তৃতীয় কন্যা উম্মে কুলসুমের আবাস ছিল। তবে আল মুনাওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার এক বিবৃতিতে বলেছে, ‘চিত্রায়িত ঘরগুলোর সঙ্গে নবী কারিম (সা.)-এর জীবনী বা নবীর কন্যাদের কোনো সম্পর্ক নেই।’

গবেষণাকেন্দ্রটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনা, নবীর জীবন এবং মদিনার ইতিহাস সম্পর্কিত তথ্য প্রকাশের ক্ষেত্রে নির্ভুল পর্যবেক্ষণ এবং প্রকৃত সত্যকে সূত্র হিসেবে ব্যবহার করার ওপর জোর দিয়েছে।

তারা বিবৃতিতে বলেছে, ‘মদিনার ইতিহাস এবং এর ঐতিহাসিক স্থানগুলোর ওপর বেশ কয়েকটি বই ও কাজ রয়েছে এই গবেষণাকেন্দ্রের। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এসব তথ্য পরীক্ষা ও ব্যবহার করা যেতে পারে।’

নবী কারিম (সা.)-এর হিজরিত ও মসজিদে নববির জন্য সুপরিচিত মদিনা। মদিনায় রয়েছে নবী কারিম (সা.)-এর রওজা শরিফ। হজ ও ওমরাহ পালনকারীরা নবী কারিম (সা.)-এর রওজা জিয়ারত, রওজায় সালাম পেশ ও মসজিদে নববিতে নামাজ আদায়ের জন্য ছুটে যান।

সৌদি আরবের নতুন নিয়ম অনুযায়ী, নবী (সা.)-এর রওজায় সালাম পেশ ও রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য বিশেষ অ্যাপ নুসুকের মাধ্যমে নিবন্ধন করতে হয়।

;

যুক্তরাষ্ট্রে আইটিভি ইউএসএ-এর সিরাত কনফারেন্স অনুষ্ঠিত



ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
যুক্তরাষ্ট্রে আইটিভি ইউএসএ-এর সিরাত কনফারেন্সের অতিথি ও আয়োজকবৃন্দ

যুক্তরাষ্ট্রে আইটিভি ইউএসএ-এর সিরাত কনফারেন্সের অতিথি ও আয়োজকবৃন্দ

  • Font increase
  • Font Decrease

গ্লোবাল দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ-এর উদ্যোগে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কুইন্সের ডিটমার্স বুলেভার্ডে অবস্থিত লাগোর্ডিয়া প্লাজা হোটেলে বিশাল এই আয়োজন সম্পন্ন হয়।

কনফারেন্সে ছিল বিশ্বখ্যাত কারিদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত, রাসুল (সা.)-এর জীবন নিয়ে আলোচনা, দোয়া-মাহফিল, ক্যালিওগ্রাফি প্রদর্শনী, সিরাত বইমেলা এবং অ্যাওয়ার্ড প্রদান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারী, শায়খ হাসান সালেহ, ইমাম শামসী আলী, শায়খ ওয়ালিদ, ড. জাকির আহমেদ, কারি নজরুল ইসলাম, কারি ফখরুল ইসলাম আলমগীর, ডা. মো. ওয়াহিদুর রহমান, কণ্ঠশিল্পী ইকবাল হোসাইন জীবন এবং কারি আবদুল্লাহসহ আরও অনেকে।

নিউইয়র্ক সিটির বৈরি আবহাওয়ার মধ্যেও জমকালো এই কনফারেন্সে বিপুল পরিমাণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারী ও অন্যান্য কারিরা। রাসুলের শানে নাত পরিবেশন করেন ইকবাল হোসাইন জীবন।

অনুষ্ঠানের আকর্ষণ ছিল কারিদের তেলাওয়াত

সিরাত নিয়ে আলোচনায় বক্তারা বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.)-কে শুধু জানা নয়, তার জীবনকে আমাদের জীবনে এপ্লাই করার চেষ্টা করতে হবে। যে যেখানে যে অবস্থায় আছি, আমরা যেন হজরত মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করি। আমরা সবসময় আল্লাহকে ভালোবাসার কথা বলি। আসলে আল্লাহকে ভালোবাসা মানেই হলো তার রাসুলকে অনুসরণ করা।

অনুষ্ঠানের দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত নিউইয়র্কের বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা থেকে আগত খুদে শিক্ষার্থীরা কোরআন মাজিদ তেলাওয়াত করেন।

স্বাগত বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক প্রেসিডেন্ট, নিউইয়র্ক সিটি মেয়রের মুসলিম অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার, আইটিভি ইউএসএ-এর পৃষ্ঠপোষক ডা. মো. ওয়াহিদুর রহমান ডিডিএস। তিনি মিডিয়ার গুরুত্ব নিয়ে আলোচনায় বলেন, আইটিভি গত ৮ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীজুড়ে যে দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আইটিভির যে কনটেন্ট সেটা সাধারণ মুসলমানের জন্য বিরাট উপকারী। অন্যান্য সবার জন্য এই টেলিভিশন জ্ঞানার্জনের দ্বার উন্মোচন করেছে।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ কারি, নিউজার্সির মসজিদ দারুল ইসলাহর পরিচালক এবং ইমাম ও খতিব শেখ ওয়ালিদ আল বারদাউইশ।

দ্বিতীয় পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাজবিদের ওপর বিশেষজ্ঞ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ কারি শেখ নাদি। তিনি তাজবিদের বিভিন্ন স্টাইলসহ কোরআন তেলাওয়াত করে শোনান।

ক্যালিওগ্রাফি প্রদর্শনী

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন ইসলামিক কালচারাল সেন্টার অব নিউইয়র্কের ইমাম ও খতিব, রাওদা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. জাকির আহমেদ।

উপস্থিত দর্শকদের উদ্দেশে বক্তব্য রাখেন আইটিভির পৃষ্টপোষক, হিলসাইড ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আব্দুল আজিজ ভুঁইয়া।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। দীর্ঘ সময় ধরে অসাধারণ ভঙ্গিতে, বিভিন্ন পঠন পদ্ধতিতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সবশেষে কোরআন তেলাওয়াত করেন আমেরিকার শীর্ষ কারি উসতাজুল কুররা শায়খ হাসান সালেহ।

অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজ চিন্তক ড. আবু জাফর মাহমুদ। বক্তব্যে তিনি প্রিয় নবীর আদর্শ অনুযায়ী দেশপ্রেম এবং আগামী দিনের নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে আগত অতিথিদের নিউইয়র্ক সিটি কাউন্সিলের পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয়। এর পাশাপাশি আইটিভির পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয় ড. আবু জাফর মাহমুদ এবং শায়খ আহমেদ বিন ইউসুফ আল আজহারীকে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদ আত তাওহিদের ইমাম ও খতিব মাওলানা কারি ফখরুল ইসলাম আলমগীর।

দ্বিতীয় পর্বে সিরাহ ক্যালিওগ্রাফি প্রদর্শনীতে অংশ নেন অতিথিরা। কনফারেন্সের মধ্যে আয়োজিত বইমেলায় অংশ নেয় দারুল আহনাফ, ইলহাম ইনস্টিটিউট, মসজিদ তাওহিদ, পিপল এন টেক, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, দাওয়াহ ইউএসএ, আইটিভি ইউএসএসহ অন্যান্য স্টল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, দর্শক-শ্রোতা, স্পন্সরসহ সবাইকে ধন্যবাদ জানান আইটিভি ইউএসএ-এর সিইও মুহাম্মদ শহীদুল্লাহ।

;

দোয়া কবুলের কিছু সময় ও স্থান



মুফতি আবদুল কাইয়ুম, অতিথি লেখক, ইসলাম
আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছু নেই

আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছু নেই

  • Font increase
  • Font Decrease

দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। দোয়া আমাদের জন্য সবসময় উপাদেয় ও উপকারী। দোয়ার মাধ্যমে ইবাদতে নিমগ্ন হলে আত্মা প্রশান্তি লাভ করে। মনের ভার কমে, পেরেশানি দূর হয়। জীবনের সব কাজ আল্লাহর নামে এবং দোয়ার মাধ্যমে শুরু করলে তা অত্যন্ত সফলতা ও স্বার্থকতা লাভ করে। তাই আমাদের উচিত সর্বদা দোয়ার মাধ্যমে কাজ শুরু ও শেষ করা। হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দোয়াই ইবাদতের মগজ।’ -সুনানে তিরমিজি : ৩২৯৩

দোয়া সম্পর্কে রাসুল (সা.) আরও বলেন, ‘আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছু নেই।’ -সুনানে তিরমিজি : ৩২৯২

অন্য বর্ণনায় আছে, ‘যার জন্য দোয়ার দরজাগুলো খুলে দেওয়া হয়েছে (যাকে দোয়ার তাওফিক দেওয়া হয়েছে), তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে।’ -সুনানে তিরমিজি : ৩৫৪৮

দয়াময় আল্লাহর দরবারে একাগ্রচিত্তে কাকুতি-মিনতিসহ দোয়া করলে কবুল হয়। কায়মনোবাক্যে বিনয়ের সঙ্গে দোয়া না করলে তা কবুল হয় না। এখানে দোয়া কবুলের কিছু সময় ও স্থান সম্পর্কে আলোচনা করা হলো-

১. সুরা ফাতেহা পাঠ করার পর, সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে দোয়া করলে তা কবুল হয়। -সহিহ মুসলিম : ৮০৬
২. অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। কোনো মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। -সহিহ মুসলিম : ৬৮২২

হজের স্থানসমূহের কৃত দোয়া তাড়াতাড়ি কবুল হয়

৩. জালেমের বিরুদ্ধে মাজলুমের দোয়া কবুল হয়। -সুনানে তিরমিজি : ৩৪৪৮
৪. মা-বাবা তার সন্তানের জন্য দোয়া করলে, সেই দোয় কবুল হয়৷ -সুনানে তিরমিজি : ৩৪৪৮
৫. নেককার সন্তানের দোয়া কবুল হয় (বাবা-মায়ের জন্য তাদের মৃত্যুর পর)। -সুনানে আবু দাউদ : ২৮৮০
৬. আরাফাতের ময়দানে দোয়া করলে তা কবুল হয়। -সুনানে তিরমিজি : ৩৫৮৫
৭. বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয়। -সুরা নমল : ৬২
৮. সেজদায় দোয়া করলে তা কবুল হয় (তবে সেজদায় আরবিতে দোয়া করতে হবে)। -সুনানে নাসায়ি : ১০৪৫
৯. হজের স্থানসমূহের কৃত দোয়া তাড়াতাড়ি কবুল হয়। যেমন- আরাফাতের ময়দান, মুজদালিফা, মিনা...। -ইবনে মাজাহ : ২৮৯২

১০. হজ পালন করা অবস্থায় হাজির দোয়া কবুল হয়। -ইবনে মাজাহ : ২৮৯৩
১১. ওমরাহ করার সময় ওমরাহকারীর দোয়া কবুল হয়। -সুনানে নাসায়ি : ২৬২৫
১২. আজানের পর ইকামতের আগ পর্যন্ত দোয়া কবুল হয়। -সুনানে তিরমিজি : ২১০
১৩. দুশমনের মোকাবেলার (যুদ্ধ) দোয়া করলে দোয়া কবুল হয়। -সুনানে আবু দাউদ : ২৫৪০
১৪. বৃষ্টি বর্ষণকালে দোয়া করলে তা কবুল হয়। -সুনানে আবু দাউদ : ২৫৪০
১৫. শেষ রাতের দোয়া অর্থাৎ তাহাজ্জুদের সময়কার (রাতের শেষ তৃতীয়াংশ) দোয়া কবুল হয়। সহিহ বোখারি : ১১৪৫

১৬. জুমার দিন (সারাদিন ও রাত) দোয়া কবুল হয়, বিশেষ করে দুই খুতবার মধ্যবর্তী সময় ও আসরের শেষ দিকে মাগরিবের আগে তালাশ করার জন্য নির্দেশ আছে। -সুনানে নাসায়ি : ১৩৮৯
১৭. লাইলাতুল কদরের রাতের দোয়া কবুল হয়। -সহিহ বোখারি ও মুসলিম
১৮. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দোয়া কবুল হয়। -সহিহ মুসলিম : ৬৬৮
১৯. ফরজ নামাজের সালাম ফেরানোর পর দোয়া করলে কবুল হয়। -সুনানে তিরমিজি : ৩৪৯৯
২০. মুসাফিরের দোয়া কবুল হয় (সফর অবস্থায়)। -সুনানে তিরমিজি : ৩৪৪৮
২১. রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় (রোজা অবস্থায়)। -ইবনে মাজাহ : ১৭৫২
২২. ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল হয়। -সুনানে তিরমিজি : ২৫২৬

২৩. দোয়ায়ে ইউনুস পাঠ করে দোয়া করলে তা কবুল হয়। -সহিহ তিরমিজি : ৩৫০৫
দোয়া ইউনুস হলো- লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুংতু মিনাজ জোয়ালিমীন।

২৪. ইসমে আজম পড়ে দোয়া করলে তা কবুল হয়। -ইবনে মাজাহ : ৩৮৫৬
ইসমে আজম হলো- আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আংতা ওয়াহদাকা লা-শারিকা লাকাল মান্নান। ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ্বি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুম। -নাসায়ি : ১৩০০

হাদিসে মোট তিনটি ইসমে আজম এসেছে, এর যেকোনো একটি পড়লেই হবে, তবে এটিই বেশি প্রচলিত।

২৫. বিপদে পতিত হলে যে দোয়া পড়া হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং (আল্লাহুম্মা আজিরনী ফি মুসিবাতি ওয়াখলিফলি খাইরাম মিনহা) তখন দোয়া কবুল হয়। -মিশকাতুল মাসাবিহ : ১৬১৮

২৬. জমজমের পানি পান করার পর দোয়া করলে তা কবুল হয়। -ইবনে মাজাহ : ৩০৬২
দু্ই হাত তুলে দোয়া করা, কারণ আল্লাহতায়ালা বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। -সুনানে আবু দাউদ : ১৪৮৮

আল্লাহতায়ালা আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তওফিক দিন এবং সবার দোয়া কবুল করে নিন। আমিন!

;

হাতে ভর দিয়ে কাবা তাওয়াফ করলেন সেই ঘানিম



ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
ঘানিম ফের বিশ্বকে মুগ্ধ করলেন দুই হাতে পবিত্র কাবাঘর তাওয়াফ করে

ঘানিম ফের বিশ্বকে মুগ্ধ করলেন দুই হাতে পবিত্র কাবাঘর তাওয়াফ করে

  • Font increase
  • Font Decrease

এই সময়ের সবচেয়ে আলোচিত ও অনুপ্রেরণা সৃষ্টিকারী ব্যক্তিত্ব কাতারের নাগরিক ঘানিম মুহাম্মদ আল মুফতাহ। সবশেষ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ঘানিম কোরআন তেলাওয়াত করে বিশ্ববাসীকে মুগ্ধ করেছিলেন। ২১ বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবকের শরীরের অর্ধেক অংশ নেই। তার পরও তার কর্মকাণ্ডে মুগ্ধ বিশ্ববাসী। সেই ঘানিম ফের বিশ্বকে মুগ্ধ করলেন দুই হাতে পবিত্র কাবাঘর তাওয়াফ করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি ঘানিম আল-মুফতাহ ওমরাহ পালন করতে সৌদি আরব যান। ওমরাহ পালনের সময় মসজিদে হারামের প্রশাসন তাকে বিশেষ সুযোগ-সুবিধা দেয়। নিরাপত্তা কর্মীরাও তাকে সাহায্য করেন। তার জন্য ইলেকট্রিক হুইল চেয়ারের ব্যবস্থা করা হলেও তিনি হাতের সাহায্যেই স্বাচ্ছন্দ্যে বায়তুল্লাহ তাওয়াফ করেন।

ঘানিম আল-মুফতাহ বলেন, ‘আমার পা না থাকলে কী হবে, আমার আল্লাহ আমাকে শক্তিশালী হাত দিয়ে কৃতজ্ঞ করেছেন। এ হাতই আমার পায়ের বিকল্প। আমি আল্লাহর দেওয়া এ হাত দিয়েই বায়তুল্লাহ তাওয়াফ করবো।’

এ সময় পবিত্র কোরআনের একটি আয়াতও তিনি তেলাওয়াত করেন, ‘আল্লাহ কাউকে তার শক্তির বেশি বোঝা দেন না।’ -সরা আল-বাকারা : ২৮৬

এর আগেও ২০১৭ জানুয়ারি মাসে ঘানিম পবিত্র ওমরাহ পালন করেন। তথনও তিনি হাতে ভর দিয়ে পবিত্র কাবা তাওয়াফ করেন।

ঘানিম আল-মুফতাহ একজন ইউটিউবার এবং উদ্যোক্তা। ২০১৭ সালে মাত্র ১৫ বছর বয়সে কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা হয়ে ওঠেন। ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঘানিম গত বিশ্বকাপে ফিফার শুভেচ্ছাদূত মনোনীত হন।

ঘানিম তার পরিবারের সাহায্যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করেন। তার মতো যারা পায়ে চলাচল করতে পারেন না, সংস্থাটি থেকে তাদেরকে হুইলচেয়ার উপহার দেয়া হয়। তিনি একজন ‘মানবদরদি নায়ক’ হিসেবে গোটা পৃথিবীতে পরিচিত। ২০১৪ সালে কুয়েতের আমির শেখ শাবাহ আল আহমদে আল শাবাহ তাকে ‘শান্তির দূত’ নামে অভিহিত করেন। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার রয়েছে তার।

;