ঋণ থেকে মুক্তির জন্য যে দোয়া পড়বেন

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নবী কারিম (সা.) ঋণগ্রস্ত ব্যক্তিকে এই দোয়া করতে বলেছেন

নবী কারিম (সা.) ঋণগ্রস্ত ব্যক্তিকে এই দোয়া করতে বলেছেন

মানব জীবনের একটি অনস্বীকার্য বাস্তবতা হচ্ছে- ঋণ আদান-প্রদান করা। পবিত্র কোরআন-হাদিসে একদিকে ঋণ প্রদানকে উৎসাহিত করা হয়েছে, অপরদিকে ঋণ পরিশোধের ব্যাপারে যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে। ঋণগ্রহীতা ঋণের টাকা নিয়ে যেমন উপকৃত হয় এবং তার প্রয়োজন পূরণ করতে পারে, তেমনি ঋণদাতাও এর মধ্য দিয়ে বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্যে এগিয়ে আসে এবং সওয়াবের অধিকারী হয়। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে টালবাহানা করবে তাদের জন্য উচ্চারিত হয়েছে কঠোর হুঁশিয়ারি।

ইসলামি শরিয়ত ঋণ পরিশোধের ক্ষেত্রে অত্যধিক গুরুত্বারোপ করেছে। হাদিস শরিফে এসেছে, হজরত সামুরা (রা.) থেকে বর্ণিত, নবী কারিম (সা.) বলেন, ‘হাতের ওপর ওই বস্তুর দায়বদ্ধতা রয়েছে, যা সে গ্রহণ করেছে, যে পর্যন্ত না তা প্রাপকের নিকট ফিরিয়ে দেয়।’ -সহিহ বোখারি

বিজ্ঞাপন

হজরত আবু উমামা (রা.) বিদায় হজের ভাষণে নবী কারিম (সা.) কে এই কথা বলতে শুনেছেন যে, ‘ধার নেওয়া বস্তু ফেরৎ দেওয়া অপরিহার্য।’ -সুনানে আবু দাউদ

ঋণগ্রস্ত ব্যক্তির জন্য জরুরি হলো, যথাসময়ে ঋণ পরিশোধের সর্বাত্মক চেষ্টা থাকা। দয়াময় আল্লাহর কাছে ঋণ থেকে মুক্ত হতে প্রার্থনা করা। নবী কারিম (সা.) ঋণগ্রস্ত ব্যক্তিকে নিম্নোক্ত দোয়া করতে বলেছেন-

বিজ্ঞাপন

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ : আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদ্বলিকা আম্মান সিওয়াক।

অর্থ : হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালালের সাহায্যে হারাম থেকে বাঁচান। আর আপনার অনুগ্রহ দ্বারা আপনি ব্যতিত অন্যের মুখাপেক্ষিতা থেকেও বাঁচান। -জামে তিরমিজি

যদি কারো পাহাড় পরিমাণ দেনার চাপও থাকে, আল্লাহতায়ালা এ দোয়ার ওসিলায় তা পরিশোধ করার সামর্থ্য দান করেন।

হজরত আনাস (রা.) বর্ণনা করেন, হজরত রাসুলুল্লাহ (সা.) চিন্তাযুক্ত অবস্থায় এই দোয়া পড়তেন-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَ أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، و أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ، وَ أَعُوذُ بِكَ مِن ضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউজুবিকা মিনাল আঝযি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজুবিকা মিন দ্বালায়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে। -সহিহ বোখারি

আল্লাহতায়ালা মুসলিম উম্মাহর সব ঋণদাতাকে এ হাদিসের ওপর যথাযথ আমল করার তওফিক দান করুন।