আচরণে সেরা ব্রিটেনের ইসলামিক স্কুল

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জামিয়াতুল ইলম ওয়াল হুদা, ব্ল্যাকবার্ন, যুক্তরাজ্য

জামিয়াতুল ইলম ওয়াল হুদা, ব্ল্যাকবার্ন, যুক্তরাজ্য

সুন্দর আচরণ ও শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে প্রশংসা কুড়িয়েছে ব্রিটেনের একটি ইসলামিক স্কুলের শিক্ষার্থীরা। যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নের জামিয়াতুল ইলম ওয়াল হুদা নামের আবাসিক মাদরাসার শিক্ষার্থীদের এ সম্মাননা জানানো হয়। ব্রিটিশ সরকারের স্ট্যান্ডার্ডস ইন এডুকেশন, চিলড্রেনস সার্ভিসেস অ্যান্ড স্কিল (অফস্টেড) বিভাগ পরিদর্শনকালে স্কুলটিকে ‘আচরণ ও মনোভাবে’র দিক থেকে ‘ভালো’ ও ‘অসামান্য’ হিসেবে চিহ্নিত করে।

অফস্টেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘শিক্ষার্থীরা এই স্কুলে অনেক উন্নতি লাভ করছে। তারা অনুকরণীয় নাগরিক হওয়ার চেষ্টায় স্কুলটির মূল্যবোধ ধারণ করছে। তাদের ইতিবাচক মনোভাব পড়াশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুবই কম সময় মন্দ আচরণের কারণে তাদের পড়া ব্যাহত হয়।’

বিজ্ঞাপন

তাতে আরো বলা হয়, ‘শিক্ষার্থীরা তাদের সহপাঠী ও শিক্ষকদের প্রতি দয়া ও পারস্পরিক শ্রদ্ধা দেখায়। শিক্ষার্থীদের কেউ বুলিং সম্পর্কে অভিযোগ করলে কর্তৃপক্ষ তা যথাযথভাবে নিয়ন্ত্রণ করে। এর ফলে শিক্ষার্থীরা স্কুলে নিরাপদ বোধ করে। শিক্ষার্থীদের নেতৃত্বচর্চায় স্টুডেন্ট শুরা কাউন্সিলসহ (ছাত্র পরামর্শ সভা) নানা কার্যক্রম রয়েছে। কারণ তারা জানে যে তাদের মতামত গুরুত্বপূর্ণ এবং সহকর্মীরা তাদের কথা শুনেছে।’

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত জামিয়াতুল উলুম আল-হুদা ইংল্যান্ডের একটি বেসরকারি আবাসিক স্কুল।

বিজ্ঞাপন

এটি ল্যাংকাশায়ারের ব্ল্যাকবার্নে অবস্থিত বৃহত্তম স্কুলগুলোর অন্যতম। দারুল উলুম ব্ল্যাকবার্ন নামে পরিচিত এই স্কুলে স্থানীয় শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্থান থেকে অনেকে পড়তে আসে। এখানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী ইসলামি কারিকুলামে পড়াশোনা করে। সম্প্রতি যুক্তরাজ্যের ইসলামিক স্কুলগুলো মাধ্যমিক পরীক্ষার (জিসিএসই) ফলাফলে শীর্ষস্থান অধিকার করছে।