ফিলিপাইন গড়বে হালাল বাণিজ্যকেন্দ্র

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হালাল ইকোনমি ফেস্টিভালে বক্তব্য রাখছেন ফিলিপাইনের শিল্প ও বাণিজ্য বিভাগের সচিব আলফ্রেডো পাসকুয়াল, ছবি : সংগৃহীত

হালাল ইকোনমি ফেস্টিভালে বক্তব্য রাখছেন ফিলিপাইনের শিল্প ও বাণিজ্য বিভাগের সচিব আলফ্রেডো পাসকুয়াল, ছবি : সংগৃহীত

হালাল শিল্পের প্রধান কেন্দ্র গড়তে নানা পদক্ষেপ নিয়েছে ক্যাথলিক খ্রিস্টানপ্রধান দেশ ফিলিপাইন। এ জন্য মুসলিমদের বিনিয়োগের আহ্বান জানিয়েছে দেশটির শিল্প ও বাণিজ্য বিভাগ। গত ২২ নভেম্বর দেশটির রাজধানী ম্যানিলায় ইনভেস্ট ফিলিপাইন সপ্তাহের অংশ হিসেবে অনুষ্ঠিত ফিলিপাইন হালাল ইকোনমি ফেস্টিভালে এ আহ্বান জানানো হয়।

দেশটি আন্তর্জাতিক হালাল শিল্পের এশিয়া-প্যাসিফিক হাব হিসাবে সাত হাজার বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাণিজ্যিক কেন্দ্র গড়তে কাজ করছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে হালাল বাণিজ্য ও বিনিয়োগে আগামী পাঁচ বছরের মধ্যে চার বিলিয়ন ডলারে পৌঁছতে বিদেশি কম্পানির জন্য নতুন আইন অনুমোদন দেয় দেশটির সংসদ।

ফিলিপাইনের শিল্প ও বাণিজ্য বিভাগের সচিব আলফ্রেডো পাসকুয়াল বলেন, সরকার হালাল খাতে ১২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি করতে চাইছে। সংশোধিত আইনের মাধ্যমে পুরো বিশ্বের মুসলিম বিনিয়োগকারীরা সুযোগ পাবে। আমরা তাদের ফিলিপাইনে হালাল উদ্যোগ প্রতিষ্ঠা ও পরিচালনা করার আমন্ত্রণ জানাচ্ছি।

বিজ্ঞাপন

এর মধ্যে একটি আইন হলো, সংশোধিত বিদেশি বিনিয়োগ আইন; এর মাধ্যমে বাইরের নাগরিকরা ফিলিপাইনে ব্যবসা করার বা দেশীয় কোম্পানিতে বিনিয়োগের অনুমোদন পায়।

তা ছাড়া খুচরা বাণিজ্য উদারীকরণ আইনও সংশোধন করা হয়। এর মাধ্যমে ফিলিপাইনে দোকান স্থাপনে বিদেশি খুচরা বিক্রেতাদের কাছ থেকে প্রয়োজনীয় মূলধনের সর্বোচ্চ সীমা কমানো হয়েছে। ফলে দেশে ছোট বিদেশি ব্যবসা খোলার অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফিলিপাইনে প্রায় ৭০ লাখ মুসলিম বসবাস করে, যার বেশির ভাগই দেশটির দক্ষিণে মিন্দানাও দ্বীপ, সুলু দ্বীপপুঞ্জ এবং মধ্য পশ্চিম প্রদেশ পালাওয়ানে বাস করে।