নবীর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মসজিদে নববি ও রওজা শরিফ, ছবি : সংগৃহীত

মসজিদে নববি ও রওজা শরিফ, ছবি : সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাকালের পর আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরিফ জিয়ারতে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব। মদিনার মসজিদে নববি প্রাঙ্গণে অবস্থিত রওজা শরিফ ৩৬৫ দিনে একবার জিয়ারত করা যাবে বলে জানিয়েছে দেশটি।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে মুসল্লিদের বছরে একবার জিয়ারতের অনুমতি দেওয়া হবে। ৩৬৫ দিনে একবার পবিত্র রওজা শরিফ পরিদর্শনের জন্য নিবন্ধন করা যাবে।

বিজ্ঞাপন

‘নুসুক’ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে অনলাইন প্ল্যাটফরমে নিবন্ধন করা যাবে। তা ছাড়া এর মাধ্যমে কভিড-১৯ সংক্রমণ মুক্ত থাকা এবং রোগীদের সংশ্রবে না থাকার বিষয়টি নিশ্চিত করা হবে।

বিশ্বের অসংখ্য মুসলিম প্রতিদিন ওমরা করতে মক্কার পবিত্র মসজিদুল হারামে যান। এরপর তারা মসজিদে নববিতে রওজা শরিফ জিয়ারত করতে মদিনায় যান।

বিজ্ঞাপন

করোনা পরবর্তী সর্ববৃহৎ হজের পর গত জুলাই থেকে ওমরার চলতি মৌসুম শুরু হয়। এই ওমরা মৌসুমে এক কোটির বেশি মুসল্লির আগমনের আশা করছে সৌদি আরব।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৪ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সে হিসাবে ১ মার্চ (২০ শাওয়াল) হজের ভিসা ইস্যু শুরু হয়ে ২৯ এপ্রিল শেষ হবে।

৯ মে (১ জিলকদ) থেকে সৌদি আরবে হজযাত্রীদের গমন শুরু হবে। গত জুনে করোনা-পরবর্তীকালের সর্ববৃহৎ হজ অনুষ্ঠিত হয়। এতে ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন অংশ নেন; যার মধ্যে ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন বিদেশি হজযাত্রী এবং এক লাখ ৮৪ হাজার ১৩০ জন সৌদি আরবের হজযাত্রী ছিলেন। এতে পুরুষ ছিলেন ৯ লাখ ৬৯ হাজার ৬৯৪ জন এবং নারী ছিলেন আট লাখ ৭৫ হাজার ৩৫১ জন।