আল্লাহর সঙ্গ অনুভব করার লাভ
সর্বাবস্থায় ‘আল্লাহতায়ালা আমার সঙ্গে আছেন’- এই কল্পনা ধরে রাখার চেষ্টা করা। আলেমরা বলেন, প্রত্যেক নামাজের পর দুই থেকে পাঁচ মিনিটের জন্য আল্লাহর সান্নিধ্যের মোরাকাবা করলে এই অনুভূতি জন্মায়। মোরাকাবা এভাবে করা, চোখ বন্ধ করে মনে মনে ভাবা, ‘আমি যেখানেই থাকি না আল্লাহতায়ালা আমার সঙ্গে আছেন।’ অথবা এই আয়াতের বিষয়বস্তু নিয়ে চিন্তা করা, ‘তিনি তোমাদের সঙ্গে আছেন, যেখানেই তুমি থাকো না কেন।’ -সূরা মুজাদালা : ০৭
নির্জন স্থান হোক অথবা লোকালয়, শহর হোক অথবা জঙ্গল-মরুভূমিত, আবাদ-জনপদ হোক অথবা জনশূন্য পাহাড়, প্রান্তর বা গুহা, যেখানেই হোক না কেন আল্লাহর দৃষ্টি ও জ্ঞান থেকে কেউ গোপন থাকতে পারে না। এভাবে নিয়মিত কিছুদিন করতে পারলে- ইনশাআল্লাহ ধীরে ধীরে আল্লাহর সান্নিধ্যের সার্বক্ষণিক অনুভূতি অন্তরে বসে যাবে এবং গোনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে।
অভিজ্ঞ আলেমরা আরও বলেন, যখন গোনাহ করতে মন চাইবে, তখন নিজেকে নিজে বলবেন, ‘আল্লাহকে ভয় করো।’ অথবা নিজেকে বলবেন, ‘আমি আল্লাহকে ভয় করি।’
এ বিষয়ে আমরা অনেক হাদিস জানি। প্রসিদ্ধ এক হাদিস আছে যে, ‘আল্লাহর ভয়ে ভীত বান্দা কেয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাবে। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এবং এমন ব্যক্তি (আরশের নিচে ছায়া পাবে) যাকে অভিজাত সুন্দরী কোনো রমণী প্রস্তাব দেওয়া সত্ত্বেও সে বলে, আমি আল্লাহকে ভয় করি।’ -সহিহ বোখারি : ১৪২৩
এক্ষেত্রে সহিহ বোখারিতে ৩ জনের ঘটনা সবিশেষ উল্লেখযোগ্য। যারা একটি গুহায় আটকা পড়ে। তাদের একজন এই বলে দোয়া করল, ওগো আল্লাহ! আমার এক চাচাত বোন ছিল। আমি তার প্রেমে মত্ত ছিলাম। সে দোয়া করতে যেয়ে আল্লাহর কাছে নিজের অপরাধ স্বীকার করে বলে, আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তাকে কুপ্রস্তাব দিলাম। কিন্তু সে অস্বীকার করল। একবার সে অভাবে পড়ল। তাই আমার কাছে টাকা চাইতে আসল। আমি তাকে কুকর্মের বিনিময়ে প্রয়োজনীয় দিনার দিতে রাজি হলাম। সেও প্রস্তাবে রাজি হয় এবং যখন আমি খারাপ কাজ করার জন্য প্রস্তুতি নেই; ঠিক তখনই আমার চাচাতো বোন বলে উঠল, ‘আল্লাহকে ভয় করো।’
ওগো আল্লাহ! তার এই কথার প্রভাবে এবং আপনার ভয়ে আমি সেই কাজ থেকে সরে আসি। আর তার থেকে টাকাটাও আর ফেরত নেইনি। আমার এই কাজ যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে পাথরটা একটু খুলে দেন। আল্লাহতায়ালা পাথরটা একটু খুলে দিলেন। তাহলে বুঝা গেল, এটা একটা কার্যকর আমল।
দয়াময় আল্লাহর প্রতি ভয় পোষণ করা মুমিনের জন্য অত্যাবশ্যকীয় বিষয়। এটা ঈমানের বৈশিষ্ট্যসমূহের মাঝে অন্যতম। সুরা আল ফাতিরের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ক্ষমাময়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কেউ তার ক্ষতি করতে পারে না। আর যে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে কেউ তার উপকার করতে পারে না।
কারও অন্তরে যখন আল্লাহভীতি সৃষ্টি হয়, তখন তা প্রবৃত্তির মন্দ তাড়না ও চাহিদাগুলোকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয় এবং এর ফলে তার মন থেকে দুনিয়ার মোহ কমে যায়।