মসজিদে নববিতে নারীদের জন্য ৯ নির্দেশিকা

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করছেন নারীরা, ছবি: সংগৃহীত

রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করছেন নারীরা, ছবি: সংগৃহীত


মদিনার মসজিদে নববিতে আগত নারী হাজি ও জিয়ারতকারীদের নতুন ৯টি নির্দশনা জারি করা হয়েছে।

মসজিদে হারাম ও মসজিদে নববির পরিচালনা পরিষদ এসব নির্দেশনা জারি করেছে।

বিজ্ঞাপন

সংস্থার এক্স অ্যাকাউন্টে জারি করা নির্দেশনায় নারী জিয়ারতকারীদের উদ্দেশে বলা হয়, আমরা আশা করি, আপনি যখন মসজিদ নববিতে আসবেন; তখন শিষ্টাচারের প্রতি কঠোরভাবে মনোযোগী হবেন। প্রশাসনের জারি করা নির্দেশনায় শৃঙ্খলা বজায় থাকে। কারও ইবাদত-বন্দেগিতে ব্যঘাত ঘটে না।

নির্দেশনায় জোর দিয়ে বলা হয়, মসজিদে নববিতে আসার সময় নারীদের ইসলাম অনুমোদিত হিজাব ব্যবহার করতে। সেই সঙ্গে মসজিদে নববিতে কর্মরত নারী কর্মীদের সহযোগিতা করার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন

অন্য নির্দেশনাগুলো হলো- মসজিদে ঘুমানো ও শোয়া এড়িয়ে চলা, জামাতের সময় সারিবদ্ধ হয়ে কাতার সোজা করার বিষয়ে যত্নবান হওয়া।

মসজিদে নববি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সহযোগিতার পাশাপাশি যেখানে-সেখানে খাবার না খাওয়া, উচ্চস্বরে কথা না বলা, নিজ নিজ জিনিসপত্র সঙ্গে রাখা এবং কার্পেটের ওপর জুতা দিয়ে হাঁটা এড়িয়ে চলারও নির্দেশনা দিয়েছে হারামাইন প্রশাসন।

অনেক নারী মসজিদে নববিতে আসার সময় হিজাব পরেন না, আবার অনেকে মসজিদে ইবাদত-বন্দেগির পরিবর্তে কথা বলে সময় ব্যয় করেন, যা সেখানে উপস্থিত অন্য নারীদের জন্য অস্বস্তির কারণ হয়, এটাও শিষ্টাচারেরও পরিপন্থী।

উল্লেখ্য, উমরা পালনের আগে-পরে সবাই মসজিদে নববিতে আগমন করেন। তারা এখানে এসে নামাজ আদায়, হজরত রাসুলুল্লাহ (সা.)-এর রওজা জিয়ারত এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।

সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে প্রায় ২৮০ মিলিয়নেরও বেশি মুসলমানের আগমন ঘটেছিল মসজিদে নববিতে।