আম বয়ানে বিশ্ব ইজতেমা শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগরিবের নামাজ শেষে আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ভারতের প্রখ্যাত আলেম মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ান শুরু করেছেন। এই বৃহৎ ধর্মীয় সমাবেশে দেশের ৪২টি জেলা থেকে আগত মুসল্লিরা অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এতথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, তাবলীগ জামাতের শুরাই-নেজামের সমন্বয়ে আয়োজিত এবারের ইজতেমার প্রথম পর্বে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। আগামী তিন দিনব্যাপী চলা এ আয়োজনের শেষ দিন রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হবে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মুসল্লিদের আগমন ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা টঙ্গীর ইজতেমা ময়দানে আসছেন। বিদেশি মেহমানেরাও আসতে শুরু করেছেন।

অপরদিকে, ইজতেমা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‍্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী দক্ষিণের ডিসি (অপরাধ) আবু নাসির জানান, ইজতেমা ময়দানসহ আশপাশের পুরো এলাকায় নিরাপত্তার কমতি নেই। দূরদূরান্ত থেকে আগত মুসল্লিরা যাতে শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় কাজ শেষ করে নিজ নিজ গন্তব্যে ফিরতে পারে তার জন্য আমরা প্রস্তুত।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমা তাবলীগ জামাতের অন্যতম প্রধান বার্ষিক আয়োজন। ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে এই আয়োজন হয়ে আসছে।