ইজতেমায় টুপি আতরের হরদম বেচাকেনা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ও আশপাশের সড়কের ধারে হরদম বেচাকেনা হচ্ছে টুপি, সুগন্ধি আতর, জায়নামাজসহ নামা প্রসাধনী। দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা ইজতেমায় ইবাদত কায়েমের পাশাপাশি এসব দোকান থেকে নিজ ও স্বজনদের জন্য ক্রয় করছেন এসব প্রসাধনী পণ্য।

শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে টঙ্গীর তুরাগ তীরে চলমান ইজতেমা ঘুরে দেখা যায়, টঙ্গী- কামাড়পাড়া সড়কের দুই পাশে ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের ইজতেমা ময়দানের বিভিন্ন গেটের আশপাশে অন্তত দুই শতাধিক দোকানে টুপি, সুগন্ধি আতর, তজবি, জায়নামাজসহ বিভিন্ন পণ্য হরদম বেচাকেনা চলছে। পসরা সাজিয়ে বসা এসব পণ্যের দাম যেমন কম, মান ততোটাই ভালো। যার ফলে ইজতেমায় আগত মুসল্লিরা নিজের ও স্বজনদের জন্য কিনছেন।

বিজ্ঞাপন

ইজতেমায় আগত মুসল্লি আমির আলী, তিনি বার্তা২৪.কমকে বলেন, ত্রিশাল থেকে ইজতেমায় এসেছি। এখানে বিভিন্ন পণ্যের দোকান দেখা যাচ্ছে। আমি পরিবারের সদস্যদের জন্য জায়নামাজ ও আতর কিনলাম। কারণ বাড়ি গেলেই সবাই ছুটে আসবে। তাই তাদের উপহার দিতে এসব নিলাম।

আরেক মুসল্লি মুহাম্মদ আজাদ বার্তা২৪.কম কে বলেন, প্রতি বছর ইজতেমায় আসি। যখন বাড়ি ফিরি দুই ছেলে, ও স্বজনরা ছুটে আসে তাদের জন্য কি এনেছি জিজ্ঞেসা করে। তাই টুপি, জায়নামাজ, আতর কিনে নিয়ে যাই।

বিজ্ঞাপন

এদিকে ইজতেমায় আগত এসব দোকানের মালিকরা জানান, প্রতি বছর ইজতেমায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে। যার ফলে টানা কয়েকদিন প্রচুর বেচাকেনা হয়। ধর্মীয় কাজে আগত এসব মানুষের কথা ভেবে পণ্যেগুলো আমরা স্বল্প মূল্যে বিক্রি করে থাকি। যাতে মানুষজন নির্বিঘ্নে তাদের পছন্দের জিনিস সাধ্যের মধ্যে ক্রয় করতে পারে।

প্রসঙ্গত, প্রতি বছর গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখ লাখ মুসল্লির আগমন ঘটে। এতে কয়েকদিন এ স্থানে বিভিন্ন পণ্যের বেচাকেনা চলে পুরোদমে। শুধু মাত্র ধর্মীয় কাজে ব্যবহৃত পণ্যের দোকান বসে অন্তত দুই শতাধিক। সব মিলিয়ে এসব দোকানে প্রায় ৫০ লাখ টাকা বেচাকেনা হয় বলে জানান দোকানিরা।