মসজিদে হারামে শায়খ সুদাইস ও শুরাইমের ইমামতিতে তারাবি শুরু

  • নাজমুল হুদা, মক্কা মোকাররমা থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

শায়খ সুদাইস ও শায়খ শুরাইম, ছবি: সংগৃহীত

শায়খ সুদাইস ও শায়খ শুরাইম, ছবি: সংগৃহীত

স্থানীয় হিসাবমতে সৌদি আরবে আজ শাবান মাসের ৩০ তারিখ। সে হিসেবে অনেকটা নিশ্চিতভাবে বলা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা দেবে। কয়েক ঘন্টা পর শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে উদিত হওয়া বাঁকা চাঁদকে স্বাগত জানাতে প্রস্তুত সৌদি আরবসহ আশেপাশের দেশগুলো।

মহামারি করোনার কারণে মুসল্লি শূন্য মসজিদে হারামও প্রস্তুত রমজানকে বরণ করতে। ইতোমধ্যে মসজিদে হারাম কর্তৃপক্ষ সীমিত পরিসরে রমজানের প্রস্তুতি সম্পন্ন করেছে। সৌদি আরবের সব মসজিদে তারাবি বন্ধ থাকলেও সীমিত সংখ্যক মুসল্লি ও রাকাত কমিয়ে এশার নামাজের পর তারাবি শুরু হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

মসজিদে হারামের তারাবি শুরু করবেন প্রবীণ দুই ইমাম। জীবনের লম্বা সময় ধরে উভয়েই পবিত্র এই স্থানটিতে ইমামতি করে যাচ্ছেন। হারামের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা যাদের তেলাওয়াতে হৃদয়ে প্রশান্তি অনুভব করেন, তাদের তেলাওয়াতের সুরে হৃদয় সিক্ত করেন।

বলছি দীর্ঘ ৩৭ বছর ধরে ইমামতির দায়িত্বপালনকারী সৌভাগ্যবান ব্যক্তিত্ব শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস ও ৩০ বছর ধরে ইমামতির দায়িত্ব পালনকারী শায়খ ড. শায়খ সাউদ আশ শুরাইমের কথা। মসজিদে হারাম সম্পর্কে যারা খোঁজ-খবর রাখেন, তাদের কাছে এ দুই জনের কোরআন তেলাওয়াত খুবই আকর্ষণীয়। সবকিছু ঠিক থাকলে আজ থেকে বিশ রোজা পর্যন্ত এ দু’জনকে একসঙ্গে দেখা যাবে।

বিজ্ঞাপন

অন্যদিকে মসজিদে নববীতে তারাবির ইমামতি করবেন শায়খ আবদুল মুহসিন আল কাসেম ও শায়খ সালাহ আল বুদায়ের।