সহজে পালনীয় বিশটি সুন্নত
মুসলমানে পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে সুন্নতের গুরুত্ব অপরিসীম। জীবনের প্রতিটি অধ্যায় সুন্দর ও সৌরভময় করতে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের বর্ণাঢ্য জীবনে উম্মতকে দিয়েছেন সুন্দর ও উজ্জ্বলময় পথনির্দেশ। যা আমাদের নিকট সুন্নত নামে সুপরিচিত।
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ‘যে আমার সুন্নতকে জীবিত করল, সে আমাকে ভালোবাসল। আর যে আমাকে ভালোবাসল, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে।’ -তিরমিজি শরীফ
সুন্নতের অনুসরণ-অনুকরণ অর্থাৎ রাসূলের অনুকরণ। এ বিষয়ে আল্লাহতায়ালা কোরআনে কারিমে ইরশাদ করেন, ‘যে রাসূলের আনুগত্য করলো সে পকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করলো।’ -সূরা আন নিসা: ৮০
এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু সুন্নত নিয়ে আলোচনা করা হলো- যা অনেকেই ভুলেই গেছে। অথচ এগুলো পালন করা খুব সহজ।
১. মাঝে-মধ্যে বৃষ্টিতে ভিজা। -সহিহ মুসলিম: ৮৯৮
২. বৃষ্টির সময় দোয়া করা। -সহিহ বোখারি: ১০৩২
৩. রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা। -সহিহ বোখারি: ৫২১১
৪. স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা। খেতে মন না চাইলে চুপ থাকা। -সহিহ মুসলিম: ২০৬৪
৫. কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না। -বায়হাকি: ১৭৫৯৫
৬. মাঝে-মধ্যে বিপদে আকাশের দিকে মাথা তোলা। আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা। -সহিহ মুসলিম: ২৫৩১
৭. খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। -মুখতাসার যাদুল মায়াদ: ১/২৭
৮. ধোঁয়া ওঠা গরম খাবার ঠাণ্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। -বায়হাকি: ৪২৮
৯. করজে হাসানা (সুদবিহীন ঋণ) দেওয়া। -সহিহ মুসলিম: ২৫৮০
১০. নফল ও সুন্নত নামাজগুলো ঘরে পড়া। -সহিহ বোখারি: ৭৩১
১১. বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাত নামাজ আদায় করা। -মুসনাদে বাযযার: ৮৫৬৭
১২. দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা, বিশেষ করে শো জাতীয় জুতা। -সুনানে আবু দাউদ: ৪১৩৫
১৩. যতই ভালো খাবার হোক, ভরা পেটে না খাওয়া। -সুনানে তিরমিজি: ২৪৭৮
১৪. ফজরের নামাজের পর নামাজের স্থানে বসে তাসবিজ পাঠ করা। অতঃপর সূর্য উঠার পর দুই রাকাত নামাজ আদায় করা। - আরশিফু মুলতাকা: ৪৫৬৯
১৫. দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশে নতুন একটি ভাষা শেখা। -মুসনাদে আহমাদ: ২১৬১৮
১৬. বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে জামাতে যাওয়া। -তাবারানি: ৬১৩৯
১৭. মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া। -মুসনাদে আহমাদ: ২৭৫০৮
১৮. রাতে অজু অবস্থায় ঘুমানো। -ফাতহুল বারি: ১১/১১০
১৯. মাঝে-মধ্যে খালি পায়ে হাঁটা। -সুনানে আবু দাউদ: ৪১৬০
২০. মৃত্যুর আগেই সম্পদ সন্তান-সন্তুতির ব্যাপারে অসিয়ত লিখে যাওয়া। -সহিহ বোখারি: ২৭৩৮
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয়। ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির উপায় হজরত রাসূলুল্লাহ (সা.)-এর প্রতিটি সুন্নত। আল্লাহতায়ালা আমাদেরকে প্রিয় নবীর একনিষ্ঠ অনুসারী হিসেবে কবুল করুন।