গ্রেনেড হামলায় জড়িত অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেনেড হামলা। ফাইল ছবি

গ্রেনেড হামলা। ফাইল ছবি

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলাটির আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

বিজ্ঞাপন

খালেদা জিয়াকে মামলার একমাত্র আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি বার্তা২৪.কমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান।

বিজ্ঞাপন

আজাদ জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়াকে মূল ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করে এ আবেদন করা হয়েছে। বেলা ১১টা নাগাদ আবেদনের বিষয়ে শুনানি হবে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, মেজর জিয়া যেভাবে আড়ালে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। খালেদা জিয়া একইভাবে শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন।