সিরাজগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

সিরাজগঞ্জের কামারখন্দে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চারজন ডাকাতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার নান্দিনামধু এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার নয়ন, নাইমুল ইসলাম, সুমন ও শাহজাদপুর উপজেলার আরিফুল ইসলাম।

এ ব্যাপারে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, শুক্রবার (৩০ এপ্রিল) রাতে জামতৈল-কড্ডা সড়কে পুলিশ টহল দেওয়ার সময় চারজন যুবকের চলাফেরা দেখে সন্দেহ হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ব্যাগ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ও তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চার যুবক জানান, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।