মাদারীপুরে পাটক্ষেতে যুবকের রক্তাক্ত লাশ
-
-
|

মাদারীপুরে পাটক্ষেতে যুবকের রক্তাক্ত লাশ
মাদারীপুরের কালকিনিতে হাবিবুর রহমান (২৩) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ মে) সকালে কালকিনি উপজেলার এনায়েনতনগরের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাবিব কালকিনি উপজেলার আলিপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে। তিনি রাজধানী ঢাকায় একটি কাপড়ের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুদিন আগে ঈদের ছুটিতে কালকিনির আলিপুরে নিজবাড়িতে আসেন হাবিব। শুক্রবার বিকেলে পাশের গ্রামে এনায়েতনগরে নানার বাড়ির উদ্দেশে বের হন তিনি। পরে রাতে একাধিববার তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে বন্ধ পায় পরিবারের লোকজন।
শনিবার সকালে এনায়েনতনগরের একটি পাটক্ষেতে হাবিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ হাবিবের মরদেহ উদ্ধার করে। এদিকে নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হাবিবকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন তারা।
মাদারীপুরের কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।