নোয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, থানায় মামলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নোয়াখালীর সুবর্ণচরে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগে পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর ভাই বাদী হয়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এদিকে নির্যাতিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ধর্ষক মো. সোহাগ (২৪) লক্ষীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শিক্ষা গ্রামের মো.মজনুর ছেলে।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ধর্ষক সোহাগ অটোরিকশা যোগে বিভিন্ন স্থানে ফেরি করে ঔষধ বিক্রি করে। গতকাল সোমবার (১৭ মে) বিকেল ৪টার দিকে আসামি তার অটোরিকশা নিয়ে উপজেলার বেডির মাথা এলাকায়  ফেরি করে ঔষধ বিক্রি করতে যায়। ওই সময় আসামি সোহাগ বুদ্ধি প্রতিবন্ধী শিশুটিকে একা পেয়ে পার্শ্ববর্তী খালের ব্রিজের নিচে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে এক প্রতিবেশী যাওয়ার সময় ঘটনাটি দেখতে পেলে ধর্ষক সোহাগ দৌঁড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, শনিবার সকালে ওই প্রতিবন্ধীর ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।