'হোটেল ৭১' কে ২ লাখ টাকা জরিমানা
ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী এলাকার তিন তারকা 'হোটেল ৭১' এ খাদ্যে ভেজাল থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ জুন) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
অভিযানের সময় হোটেল ৭১ এর কিচেন লেবেল বিহীন প্যাকেটকৃত দই, কোল্ড স্টোরে একই সাথে কাঁচা মাংস ও দুধ এবং স্টোর রুমে লেবেল বিহীন ও আমদানিকারকের তথ্যবিহীন বেশ কিছু খাদ্য দ্রব্য রাখার দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষনিক জরিমানা আদায় করা হয়।
এসময় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয়।
ওয়াহিদুজ্জামান বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান আমরা নিয়মিতভাবে পরিচালনা করবো।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া, মনিটরিং অফিসার মো. আমিনুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিম।