অর্থ পাচারের মামলায় ফালুসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুবাইয়ে ১৮৪ কোটি টাকা পাচারের অভিযোগে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান ও স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান।

বিজ্ঞাপন

অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়ায় স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক আমির হোসাইনকে মামলায় দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান এ চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আদালত সূত্রে চার্জশিট দাখিলের বিষয়টি জানা গেছে।

২০১০ সালে দুবাইয়ে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, থ্রি স্টার লিমিটেড নামে অফশোর কোম্পানি খুলে বাংলাদেশে ‘দুর্নীতির মাধ্যমে’ অর্জিত ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে এ মামলা করা হয়েছিল।