বগুড়ায় শিশুকে গলাটিপে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় নয় বছরের শিশু বিজয়‌কে গলাটিপে হত্যার পর ইটভাটায় লাশ গু‌মের ঘটনায় সুজন সরকার (২৪) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১০ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন।

বিজ্ঞাপন

দণ্ডিত সুজন সরকার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের জাফর সরকারের ছেলে।

নিহত শিশু বুলবুল হোসেন বিজয় একই গ্রামের সাইদুল ইসলাম সরকারের ছেলে এবং মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

২০২২ সালের ৫ অক্টোবর বুলবুল নিখোঁজ হয়। পরে ১১ অক্টোবর সকালে তার লাশ এলাকার একটি ইটভাটার চিমনি থেকে উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত (পিপি) মো. নাছিমুল করিম হলি জানান, ৫ অক্টোবর সকালে বুলবুল ও সুজন মাছের টোপ খুঁজতে যায় এলাকার বাঁশ ঝাড়ে। যাওয়ার পথে সুজনের মায়ের নামে খারাপ কথা বলে বুলবুল । তখন রাগান্বিত হয়ে বুলবুলের গলা টিপে ধরে সুজন। এতে শ্বাসরোধ হয়ে সেখানে মারা যায় বুলবুল। কিন্তু সে অজ্ঞান হয়েছে মনে করে সেখান থেকে চলে আসে সুজন। পরে সন্ধ্যার দিকে বুলবুলের খোঁজে মাইকিং শুনে সুজন আবার বাঁশ ঝাড়ে যান। সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। তখন বাড়ি থেকে ছুরি নিয়ে এসে বুলবুলের হাত-পায়ের রগ কেটে দেন। আর লাশ নিয়ে গ্রামের পাশের পরিত্যক্ত ইটের ভাটার চিমনিতে ফেলে দেন। এরপর চিমনির ঢাকনা লাগিয়ে পালিয়ে আসেন।

অতিরিক্ত পিপি আরও জানান, ছয় দিন পর লাশ পচে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ১১ অক্টোবর সকালে তার লাশ উদ্ধার করে। বুলবুলের পরিচয় নিশ্চিত হওয়ার পরে তার বাবা সাইদুল ইসলাম শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

এর আগে ঘটনাস্থলে তদন্তকালে সুজনের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ। পরে হত্যার ঘটনা স্বীকার করে পরের দিন ১২ অক্টোবর আদালতে জবানবন্দি দেন সুজন।

আইনজীবী আরেও বলেন, মামলায় সবশেষ চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে দুপক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের পর আজ রোববার মামলার রায় ঘোষণা করেন বিচারক হাবিবা মন্ডল। এ সময় বিচারক আসামি সুজন সরকারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।