সহিংসতায় ৪ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আদালত/ছবি: সংগৃহীত

আদালত/ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সহিংসতায় ৪ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোটে রিট করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) হাইকোর্টে এ রিট করা হয়।

বিজ্ঞাপন

এদিকে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ হচ্ছে না বলে জানানো হয়েছে।

জানা গেছে, বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় শুনানি আজ হবে না।

এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) পরবর্তী শুনানির জন্য এদিন ধার্য করেছিলেন আদালত। ওইদিন শিক্ষার্থীদের আন্দোলনে এতো সহিংসতায় লজ্জা প্রকাশ করে সবমৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন হাইকোর্ট। পাশাপাশি ৬ সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেন উচ্চ আদালত।

ওইদিন রিটের শুনানি ঘিরে এজলাসে ব্যাপক হট্টগোলের ঘটনাও ঘটে। শুনানিতে আওয়ামী লীগপন্থি বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। ছিলেন রিটের সমর্থনে অনেক আইনজীবীও।

শুনানি শেষে রিটকারী আইনজীবীরা বলেন, আন্দোলন দমনে সরাসরি গুলি কোনোভাবেই করতে পারে না পুলিশ। দিতে হবে প্রত্যেকটি গুলির ব্যাখ্যা। ডিবি অফিসে কী হয়েছে তা জানতে ছয় সমন্বয়ককে আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়েছে বলে তারা জানান।