চট্টগ্রাম আদালত পাড়ায় আইনজীবীদের সহায়তায় শিক্ষার্থীদের অবস্থান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম আদালত পাড়ায় আইনজীবীদের সহায়তায় শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম আদালত পাড়ায় আইনজীবীদের সহায়তায় শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবীদের একাংশের সহায়তায় আন্দোলকারী শিক্ষার্থীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

বুধবার (৩১ জুলাই) সকাল ১০টার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রছাত্রীরা জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হতে থাকে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, জেলা পরিষদ ভবনের সামনে কিছুক্ষণ অবস্থানের পর আইনজীবীদের একাংশ আদালত পাড়া থেকে মিছিল-স্লোগানসহ বেরিয়ে তাদের নিয়ে আদালত প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করে। এসময় অন্যান্য আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলেও তাদের মোটরসাইকেল আটকে দেন বিক্ষুব্ধরা।

সর্বশেষ সাড়ে ১১টা থেকে আদালতের দোয়েল ভবনের সামনে আইনজীবীদের একাংশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।

এদিকে আইনজীবী এবং ছাত্রদের পাশাপাশি অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যাক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা এখন পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন।