ক্ষোভের আগুনে পুড়লো বঙ্গবন্ধুকে নিয়ে লেখা লক্ষাধিক টাকার বই

  • স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা আইনজীবী সমিতে ভাঙচুর

ঢাকা আইনজীবী সমিতে ভাঙচুর

দীর্ঘদিনের ক্ষোভের আগুনে পুড়লো বঙ্গবন্ধুকে নিয়ে লেখা লক্ষাধিক টাকার বই। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে এসব বই পুড়িয়ে দেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সকাল সাড়ে ৯টায় থেকেই বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা ঢাকা আইনজীবী সমিতে ভাঙচুর চালায়। তারা সভাপতি, সেক্রেটারি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি আওয়ামী আইনজীবী নেতা অ্যাডভোকেট কাজী নজিবউল্লাহ হিরুসহ কয়েকটি চেম্বারে ভাঙচুর চালায়।

বিজ্ঞাপন

এ সময় সভাপতি, সেক্রেটারি ও আইনজীবী হিরুর চেম্বারে থাকা বঙ্গবন্ধু বিষয়ক শতাধিক বই সমিতির নিচে এনে আগুন ধরিয়ে দেয়।

তারা বারের সব অফিস রুম হতে বঙ্গবন্ধু ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ভাঙচুর করেন। এ সময় আওয়ামী লীগ নেতাদের কক্ষও ভাঙচুর করা হয়। অফিস কক্ষের দেয়ালে টাঙ্গানো আওয়ামী লীগ নেতাদের ছবিও ভাঙচুর করে।

বিজ্ঞাপন

দুপুর ২টা পর্যন্ত সেখানে আগুন জ্বলতে দেখা যায়।