মেননকে ১০ দিন রিমান্ডের আবেদন
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার সিএমএম আদালতে রিমান্ডের এ আবেদন করে নিউমার্কেট থানা পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে তার রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান থেকে মেননকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।