হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী

  • Sajid Sumon
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: রিমান্ডে গোলাম দস্তগীর গাজী/সংগৃহীত

ছবি: রিমান্ডে গোলাম দস্তগীর গাজী/সংগৃহীত

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়া হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়।

রোববার (২৫ আগস্ট) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন শুনানি শেষে ছয়দিনের মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত ছয়দিনের মঞ্জুর করেছেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজীকে কিশোর রোমান মিয়া হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে গত শনিবার রাতে গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ডিবির একটি দল তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে।

গত ২১ আগস্ট রূপগঞ্জের নবকিশলয় হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের খালা রিনা বাদি হয়ে মামলাটি করেন। এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়।