মেনন-ইনু আদালতে, রিমান্ড শুনানি চলছে
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে আনা হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ড শুনানি চলছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হাসানুল হক ইনুকে সিএমএম কোর্টে আনে।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে রাশেদ খান মেননের রিমান্ড শুনানি হচ্ছে।
এদিকে ইনুকে সিএমএম কোর্টে আনার খবরে বিকাল ৪টা থেকে কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেন সেনাবাহিনী সদস্যরা। এছাড়া আগে থেকেই কোর্ট এলাকায় অবস্থান ছিলে পুলিশের বিপুল সংখ্যক সদস্যের।