হাসানুল হক ইনুর ওপর ডিম-জুতা নিক্ষেপ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাসানুল হক ইনুর ওপর ডিম-জুতা নিক্ষেপ

হাসানুল হক ইনুর ওপর ডিম-জুতা নিক্ষেপ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নিচে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা ইনুর গায়ের চামড়া, তুলে নেবো আমরা; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনে। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে-পেছনে পুলিশের তিনটি প্রটেকশন গাড়ি ছিল।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর নিউমার্কেটের দোকান কর্মচারী শাহজাহান আলীকে গুলি করে হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

এর আগে, সোমবার বিকালে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবির একটি টিম।