ডিবির হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক ডিবি প্রধান, বর্তমানে- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ হারুন অর রশীদ ওরফে ডিবি হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত আদেশ দেন।

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপপরিচালক ও হারুনের দুর্নীতি অনুসন্ধানকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিবি হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।

আদালতে শুনানিতে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, সাবেক ডিবি প্রধান, বর্তমানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে, অভিযুক্ত মোহাম্মদ হারুন অর রশিদ সপরিবারে দেশ ত্যাগের চেষ্টা করছেন। তিনি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ গমনের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা দেন।

হারুনের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ঘাগড়া হোসেনপুর গ্রামে। তার পিতার নাম আবুর হাশেম।