মাওলানা আমির হামজাসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মাওলানা আমির হামজা

মাওলানা আমির হামজা

ওয়াজের নামে ধর্মের উগ্রবাদ ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আলোচিত বক্তা মাওলানা আমির হামজাসহ ৬ জন। তবে আল সাকিব নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার সন্ত্রাস বিরোধ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালত এই আদেশ দেন।

বিজ্ঞাপন

অব্যাহতি পাওয়া অপর আসামিরা হলেন, হারুন ইজহার, মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন।

আসামিপক্ষের আইনজীবী আবুল হান্নান ভূঁইয়া এতথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান আসামি আমির হামজাসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় ২০২১ মে ৫ মে সাকিব নামে একজনকে গ্রেফতার করা হয়। সাকিবকে গ্রেফতারের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, সাকিব কথিত বক্তা আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখের উগ্রবাদী-জিহাহি হামলার বার্তাসংবলিত ভিডিও দেখেন এবং উগ্রবাদে আসক্ত হন।