হাজি সেলিমকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন
রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ খুনের ঘটনায় সাবেক এমপি হাজি সেলিমকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানা পুলিশের এসআই আক্কাস মিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি হবে।
আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে গত ১৮ বিকাল ৬ টায় লালবাগ থানাধীন আজিমপুর সরকারী আবাসিক এলাকায় বিশতলা ভবনের ৭ নম্বর বিল্ডিং এর পাশে রাস্তার উপরে বৈষম্য বিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে দেশিয় অস্ত্রশস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করা হয়।
ঘটনাস্থলে ইফতি, জুবায়ের, তানভীর, ইসমাইলসহ অনেক নিরস্ত ছাত্র জনতা আহত হয়। তাদের মধ্যে বাদীর ছেলে আইডিয়াল কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ এলোপাথাড়ি গুলিতে বুকে পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
পুলিশ আজ ২ সেপ্টেম্বর ভোরে অভিযান চালিয়ে রাজধানীর বংশাল থেকে হাজি সেলিমকে আটক করে।