আদালতের কাঠগড়ায় কাঁদলেন হাজী সেলিম

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আদালতের কাঠগড়ায় কাঁদলেন হাজী সেলিম

আদালতের কাঠগড়ায় কাঁদলেন হাজী সেলিম

রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার হাজী সেলিমকে ডিবি অফিস থেকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানায় নেওয়া হয়। বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়। এজলাসের কাঠগড়ায় অঝোরে কাঁদতে থাকেন হাজী সেলিম।

বিজ্ঞাপন

বিচারক এজলাসে উঠলে হাজী সেলিমের আইনজীবী শ্রী প্রাণনাথ ওকালতনামায় আসামির স্বাক্ষরের জন্য আদালতের অনুমতি চান। আদালত অনুমতি দিলে স্বাক্ষরের জন্য ওকালতনামা হাজী সেলিমকে দেওয়া হয়। কিন্তু তিনি স্বাক্ষর করতে পারেন না মর্মে আদালতকে জানান। এরপর ওকালতনামায় তার টিপসই নেওয়া হয়।

এরপর তার রিমান্ড শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। হাজী সেলিমের আইনজীবী পক্ষে প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন চান। বিচারক দুইপক্ষের কথা শুনে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

২ সেপ্টেম্বর সকালে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে আটক করা হয়েছে।