আদালতে কাঁদলেন হাজী সেলিম: শিক্ষার্থী হত্যা মামলায় রিমান্ডে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আদালতে কাঁদলেন হাজী সেলিম

আদালতে কাঁদলেন হাজী সেলিম

রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার হাজী সেলিমকে ডিবি অফিস থেকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানায় নেওয়া হয়। বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়।

বিজ্ঞাপন

এজলাসের কাঠগড়ায় অঝোরে কাঁদতে থাকেন হাজী সেলিম। তাকে ঘন ঘন চোখ মুছতে দেখা যায়। বিচারক এজলাসে উঠলে হাজী সেলিমের আইনজীবী শ্রী প্রাণনাথ ওকালতনামায় আসামির স্বাক্ষরের জন্য আদালতের অনুমতি চান। আদালত অনুমতি দিলে স্বাক্ষরের জন্য ওকালতনামা হাজী সেলিমকে দেওয়া হয়। কিন্তু তিনি স্বাক্ষর করতে পারেন না মর্মে আদালতকে জানান। পরে ওকালতনামায় তার টিপসই নেওয়া হয়।

এরপর তার রিমান্ড শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকীও ১০ দিনের রিমান্ডের প্রার্থনা করেন। হাজী সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন চান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান দু’পক্ষের কথা শুনে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

২ সেপ্টেম্বর সকালে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে আটক করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।