রিকশাচালককে হত্যার চেষ্টা, শেখ হাসিনাসহ ৬৮ জনের নামে মামলা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজধানীর বনানীর মহাখালী আইসিডিডিআরবি'র গেটের সামনে মো. সোহাগ নামে এক রিক্সাচালককে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৮ জনের নামে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলাটি করা হয়।

বিজ্ঞাপন

ভিকটিমের বাবা মো. নুরুল ইসলাম এই মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বনানী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার অপর উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছে, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. হাসান মাহমুদ, শেখ সেলিম, মো. আতিকুল ইসলাম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার, মোহাম্মদ আলী আরাফাত, কাজী সাহান হকসহ প্রমুখ। মামলায় আরও ১৫০/২০০ জনকে অজ্ঞাত নামে আসামি করা হয়েছে।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে মহাখালী আইসিডিডিআরবি'র গেটের সামনে সোহাগ গুলিবিদ্ধ হন।