সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের ১০ দিনের রিমান্ড আবেদন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সেলিম আলতাফ জর্জ

সেলিম আলতাফ জর্জ

বিজ্ঞাপন

রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালক রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন এই রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই দুপুর ১টার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান রনি। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় মামলা করেন।

সেলিম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় নির্বাচনে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়নি।