যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ওসি আবুল হাসান

ওসি আবুল হাসান

শিক্ষার্থী সাকিব হাসান হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মো. আবুল হাসানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

বিজ্ঞাপন

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই বিকেল ৫টায় যাত্রাবাড়ী থানাধীন কাজলা বিশ্ব রোডে বৈষম্যবিরোধী ছাত্র জনতা মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান করে।

বিজ্ঞাপন

এসময় আসামিরা শান্তিপূর্ণ সমাবেশের ওপর দেশীয় অস্ত্রপাতি অগ্নেয়াস্ত্র, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে এলোপাথাড়িভাবে তাদের ওপর হামলা করে মারধর ও গুলি বর্ষণ করে। গুলিতে ছাত্র মো. সাকিব হাসান নিহত হন।