স্ত্রীসহ সাবেক সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সোলায়মান হক জোয়ার্দ্দার। ছবি: সংগৃহীত

সোলায়মান হক জোয়ার্দ্দার। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ওরফে ছেলুন জোয়ার্দার ও তার স্ত্রী আকতারি জোয়ার্দারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করা হয়।

বিজ্ঞাপন

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহাম্মদ আলী সালাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেন।

বিজ্ঞাপন

দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যেকোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।