শেখ হাসিনাসহ ৭১ জনের নামে গার্মেন্টস কর্মী হত্যা মামলা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ফজলু নামে এক গার্মেন্টস কর্মী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭১ জনের নামে মামলা করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে নিহত ফজলুর স্ত্রী সুরাইয়া এই মামলার আবেদন করেন।

বিজ্ঞাপন

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, আসাদুজ্জামান খান কামাল, কামাল আহমেদ মজুমদার, হাবিবুর রহমান, কামরুজ্জামানসহ প্রমুখ। এছাড়াও মামলায় অজ্ঞাতনামে ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে ৫ আগস্ট সকাল ১০টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৪ পুলিশ লাইনের সামনে অবস্থানকালে আসামিদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়দন ফজলু। এরপর তাকে উদ্ধার করে মাক্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।