রংধনু গ্রুপের পরিচালক মিজান ১০ দিনের রিমান্ডে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে দায়ের করা একটি হত্যাসহ পৃথক চারটি মামলায় এ রিমান্ড আবেদন করে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে তাকে হাজির করা হলে শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

বিজ্ঞাপন

মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘রূপগঞ্জে স্কুলছাত্র রোমান হত্যাসহ চারটি মামলায় আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রোমান হত্যা ৫ দিন, দুটি মামলা ২ দিন এবং একটি মামলায় ১ দিনের রিমান্ড দেওয়া হয়। আমরা প্রত্যাশা করি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেড়িয়ে আসবে।

গত ১৭ সেপ্টেম্বর পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন