সিলেটে নাশকতার মামলায় যুবলীগ নেতা আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেট মহানগর যুবলীগ নেতা মো. রেদওয়ান আহমদ বাপ্পি আটক

সিলেট মহানগর যুবলীগ নেতা মো. রেদওয়ান আহমদ বাপ্পি আটক

সিলেট মহানগর যুবলীগ নেতা মো. রেদওয়ান আহমদ বাপ্পিকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে নাশকতার অভিযোগে সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত বাপ্পি শেখঘাট এলাকার মৃত মো. শহিদ উল্লাহ’র ছেলে ও সিলেট সিটি করপোরেশনের আওয়ামী লীগপন্থি ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলীর ছোট ভাই।

এ ব্যাপারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে ৫ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে আদালতে দায়েরকৃত মামলার (সিলেট কোতয়ালি থানার এফআইআর নং-৮) আসামি ছিলেন বাপ্পী। তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

বিজ্ঞাপন

এ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাব-৯ এর এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।