জামিন পেল বান্দরবানে জঙ্গি অভিযোগে গ্রেফতার হওয়া ৩২ জন
জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বান্দরবানে রুমা ও থানচি থেকে চারটি মামলায় গ্রেফতার হওয়া ৩২ জন জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বান্দরবান জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন তাদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- জঙ্গী সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য কুমিল্লার দিদার হোসেন (২৫), নারায়নগঞ্জের আল আমীন, ঢাকা কামরাঙ্গীচরের সাইনুন রায়হান, সিলেট বিয়ানিবাজারের তাহিয়াদ চৌধুরী পাভেল (১৯), সিলেটের মো: লোকমান মিয়া (২৩), কুমিল্লা লাকসামের ইমরান হোসেন শান্ত (৩৫), ঝিনাইদহের মো: আমির হোসেন (২১), বরিশালের মো: আরিফুর রহমান, ময়মসিংহের শামিম মিয়া (২৪), কুমিল্লা সদরের মোঃ আস সামী রহমান সাদ (১৯), বরগুনা বেতাগী এলাকাকার মোঃ সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২), পটুয়াখালী সদরের মোঃ আল আমিন ফকির মোস্তাক (১৯), কুমিল্লা লাঙ্গলকোট এলাকার মোঃ জহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক (২৭), পটুয়াখালী সদরের মোঃ মিরাজ হোসেন ওরফে দোলন, মুন্সিগঞ্চ টঙ্গীবাড়ির রিয়াজ শেখ জায়েদ (২৪), পটুয়াখালী মহিপুরের মোঃ ওবাইদুল্লাহ (২০), পটুয়াখালী মির্জাগঞ্জের জুয়েল মাহমুদ (২৭), টাইঙ্গাইল ধানবাড়ীর মোঃ ইলিয়াছ রহমান (৩২), ঝালকাঠি সদরের মোঃ হাবিবুর রহমান (২৩), কুমিল্লা সদরের মোঃ সাখাওয়াত হোসেইন ওরফে মাবরুর ওরফে রিসিং (২১), বরিশাল কোতয়ালীর মোঃ আব্দুস সালাম রাকি ওরফে দুমচুক রাসেল (২৮), কুমিল্লা লাকসামের যোবায়ের আহমদ (২৯), পটুয়াখালীর মোঃ শামীম হোসেন (২৬), হবিগঞ্জ জেলার তাওয়াবুর রহমান সোহান (২০), বরিশালের মাহমুদ ডাকুয়া (২০), মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা (২২), জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রণবীর (৪৪) ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা (৪৪)।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ থেকে চলতি বছরের প্রথম দিকে বিভিন্ন সময়ে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার এসব ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি সংগঠনজামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য বলে গণমাধ্যমকে জানিয়েছিল। রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলা থেকে গ্রেফতার ব্যক্তিদের মধ্য থেকে ৩২ জনের জামিনের আবেদন করা হয়। চারটি মামলায় গ্রেফতার ৩২ জনকে আদালত জামিনের আবেদন মঞ্জুর করেন।