মির্জা আব্বাস হত্যাচেষ্টা মামলায় রাশেদ খান মেনন কারাগারে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) তিন দিনের রিমান্ড শেষে মেননকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মাইনুল ইসলাম খান পুলক।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ'র আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৭ সেপ্টেম্বর এ মামলায় তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

২০১৮ সালের বেলা ১১ টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারকালে প্রার্থী মির্জা আব্বাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আসামিরা মির্জা আব্বাসকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে আঘাত করলে বাদী প্রার্থী মির্জা আব্বাসকে জড়িয়ে ধরে রাখলে তাদের পিঠে, মাথায় এবং হাতে মারাত্মক আঘাত লাগে।

এই ঘটনায় গত ২৮ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন ইমাম হোসেন ইমন নামে এক ব্যক্তি।