শিক্ষার্থী হত্যা মামলায় নাট্যনির্মাতা রিংকুর জামিন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নাট্যনির্মাতা রিংকু

নাট্যনির্মাতা রিংকু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামের এক শিক্ষার্থী হত্যা মামলায় তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রিংকুর পক্ষে জামিন শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে এর বিরোধীতা করা হয়।

এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে রিংকুকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। পরদিন তাকে আদালতে আনা এনে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে তার জামিনের আবেদন করেন। ঘটনার সাথে রিংকু জড়িত নন মর্মে তারা আদালতকে জানান।

এরপর আদালত বলেন, যেহেতু আসামি এজাহারনামীয় নয়। তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে কি পেয়েছেন তা কেস ডকেটে (সিডি) আছে। সিডিসহ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানি হওয়া প্রয়োজন। আদালত রিংকুকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেন।

এদিন রিংকুকে আদালতে হাজির করা হয়নি। তবে চয়নিকা চৌধুরী, মোস্তফা কামাল রাজ, খায়রুল বাশারসহ তার অর্ধশতাধিক সহকর্মী আদালতে উপস্থিত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে সুবাস্তুর নগরভ্যালির সামনে গুলিতে নাইমুর রহমান নিহত হয়। এ ঘটনায় তার বাবা খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন।