দুই দিনের রিমান্ডে সুনামগঞ্জের সাবেক এমপি মানিক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

দুই দিনের রিমান্ডে সুনামগঞ্জের সাবেক এমপি মানিক

দুই দিনের রিমান্ডে সুনামগঞ্জের সাবেক এমপি মানিক

শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সুনামগঞ্জের সাবেক ৫ বারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও যুবলীগ নেতা রিগ্যানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এবং বাকি ৩০ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে ।

সোমবার (২১ অক্টোবর) আসামিদের উপস্থিতিতে দ্রুত বিচার আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এসময় আসামিদের আইনজীবীদের পক্ষ থেকে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড ও জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক নির্জন কুমার মিত্র।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক।

উল্লেখ্য, সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলায় মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। এই মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন