শেখ হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন হুমায়ূন কবির নামে এক ব্যবসায়ী।

সোমবার (২১ অক্টোবর) সকালে প্রসিকিউশন কার্যালয়ে তিনি অভিযোগটি জমা দেন।

বিজ্ঞাপন

আসামির তালিকায় আরও রয়েছেন- সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা।

ব্যবসায়ী হুমায়ূন কবির জানান, ২০১৮ সালের ২৭ অক্টোবর তাকে তুলে নিয়ে ১১ দিন আয়নাঘরে বন্দি করে রাখা হয়। এসময় তাকে ইলেকট্রিকশক, হাত-পা, চোখ বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া, আওয়ামী লীগের আমলে ছাত্রশিবিরের গুম হওয়া ছয় নেতাকর্মীর সন্ধান চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার।