রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জামিন পেলেন যুবদল নেতা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁদাবাজি মামলায় জামিন পেলেন যুবদল নেতা

চাঁদাবাজি মামলায় জামিন পেলেন যুবদল নেতা

রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ভিপি আব্দুল মালেক শিকদার (৫০) কে জামিন দিয়েছেন আদালত।

সোমবার(২১ অক্টোবর) বিকাল ৪টার দিকে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. সুমন হোসেন আব্দুল মালেক শিকদারের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাড. নেকবর হোসেন মণি।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মালেক শিকদারসহ ১০ জন আসামির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সোমবার সকালে সদর থানায় মামলা করা হয়। জেলার সদর উপজেলার জৌকুরা গ্রামের বাসিন্দা মো. মোস্তফা শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আমরা বিজ্ঞ আদালতে বিষয়টি বলার পর পুলিশ প্রতিবেদন পর্যন্ত মালেক শিকদারকে জামিন মঞ্জুর করেছেন।

জানা গেছে, রোববার দিবাগত রাতে যৌথ বাহিনীর অভিযানে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকা থেকে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক শিকদার গ্রেফতার হন। গত ৫ আগস্ট বিকালে মোস্তাফা শেখের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আজ সোমবার সকাল সোয়া ১০ টায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের হয়। মামলায় আব্দুল মালেক শিকদারসহ, মিরাজ মাঝি, মধু মোল্লা, সমির মোল্লা, মেহেরাব, বাধন শেখ, গাফফার মোল্লা, নজির, বাবু শিকদার, কাসেম খা, মমিন সরদার সহ ৩০ থেকে ৪০ জন আসামি করা হয়।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আহসান হাবিব বলেন, আমাদের যুবদল নেতা ও চন্দনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক শিকদারকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছিল। আমাদের আইনজীবীবৃন্দ নিয়মতান্ত্রিকভাবে আমাদের নেতার জামিন প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত আমাদের আইনজীবীদের কথায় সন্তুষ্ট হয়ে জামিন দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই।