৩ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে শামীম হাওলাদার নামে এক ইলেকট্রিশিয়ানকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার তার তিন দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গ্রেফতার করে।

অভিযোগ রয়েছে, কুড়িগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলেন।

বিজ্ঞাপন