রাজবাড়ীতে অস্ত্র মামলায় ১ জনের যাবজ্জীবন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

অস্ত্র মামলায় ১ জনের যাবজ্জীবন

অস্ত্র মামলায় ১ জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে অস্ত্র ও গুলির মামলায় মো. আলম মন্ডল (৪০) নামে এক সন্ত্রাসীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ রাউন্ড গুলি রাখার দায়ে আরও ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় রাজবাড়ী সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন। রায়ের সময় আলম মন্ডল আদালতে অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত মো. আলম মন্ডল পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের রমজান আলী মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ভোর সোয়া ৫টার দিকে পাংশা থানা পুলিশ উপজেলার পালেরডাঙ্গী গ্রামের ইউনুছের চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশি ওয়ান শুটারগান, দু’টি কার্তুজ উদ্ধার করে। এ ব্যাপারে পাংশা থানার এএসআই মো. মাসুদুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে আরও ৪টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, দীর্ঘ শুনানি শেষে আসামি আলম মণ্ডলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২টি গুলি রাখার দায়ে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।