ফুলপুরের সাবেক পৌর মেয়র শশধর সেন কারাগারে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ফুলপুরের সাবেক পৌর মেয়র শশধর সেন কারাগারে

ফুলপুরের সাবেক পৌর মেয়র শশধর সেন কারাগারে

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র শশধর সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

শশধর সেন ফুলপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে প্রথম পৌর মেয়র হয়েছিলেন শশধর সেন।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যার পর গ্রেফতার শশধর সেনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠানো হলে বিচারক ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে ওই দিন ভোর রাতে যৌথবাহিনীর একটি দল নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

কোতোয়ালি মডেল মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ফুলপুর থানার বিস্ফোরক আইনের একটি মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শশধর সেন। এলাকায় না গেলে ময়মনসিংহ নগরের সানকিপাড়া এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন। তার অবস্থানের খবর পেয়ে গ্রেফতার করা হয়।