সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে হামলার এক যুগ পর মামলা
পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলার এক যুগ পর মামলা দায়ের করা হয়েছে।
২০১৩ সালের ২৫ অক্টোবর, বদরপুর বাজারে দলীয় কর্মসূচি শেষে শহরে ফেরার পথে শিয়ালী বাজারে আওয়ামী লীগ নেতা-কর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায়, যার ফলে কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে পটুয়াখালী সদর থানায় মেহেদী হাসান জীবন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তা মিয়াসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় আরো ৩০-৪০ জন অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার বাদী মেহেদী হাসান জীবন জানান, তৎকালীন সময়ে হামলায় আমার বাবা গুরুতর আহত হন এবং চিকিৎসা করতে পারিনি। তবে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার পর আমি মামলা করেছি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ বলেন, এই মামলার তদন্ত করে দ্রুত আসামিদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।