মানিকগঞ্জে ২ মাদক বিক্রেতার যাবজ্জীবন
মানিকগঞ্জে দুই মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন জেলা দায়রা জজ আদালতের বিচারক। এসময় দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে এই রায় প্রদান করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ খাসেরচর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. নজরুল ইসলাম। অন্যজন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংদাইর গ্রামের মো. আবুল হোসেন এর ছেলে মো. রবিজুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত দুই আসামির কাছ থেকেই ৫০ গ্রাম করে লুজ হেরোইন উদ্ধার করেছিল পুলিশ।
এই মামলার রায়ের কপি থেকে জানা যায়, ২০২১ সালের মে মাসের ২৭ তারিখে মানিকগঞ্জ সদর উপজেলার ৮৮ নগর ভবন রোডের জাওয়াদ আশরাফ খান এর বিল্ডিং এর পার্শ্বের পাকা রাস্তা থেকে নজরুল ইসলামের প্যান্টের পকেটের ভিতর থেকে ৫০ গ্রাম হেরোইন ও মো. রবিজুল ইসলাম এর প্যান্টের পকেটের ভিতর থেকে ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা হয়।
এই মামলার তদন্ত শেষে ২০২১ সালের নভেম্বরের ১৬ তারিখে আদালতে চার্জশিট জমা দেন সদর থানার উপ-পরিদর্শক মুহাম্মদ সাইফুল রহমান। পরে বিচারক ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে এই রায় প্রদান করেন।